ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে নিহত বেড়ে ১৮
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২১, ১৭:১৬
ভারতের উত্তরাখণ্ডের চমোলি জেলায় তুষারধসের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আরও দেড় শতাধিক নিখোঁজ রয়েছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (৮ ফেব্রুয়ারি) সকালের ওই তুষারধসের জেরে জোশীমঠের কাছে ধউলিগঙ্গা নদীর পানির প্রবাহ বেড়ে গেছে। স্রোতের তোড়ে ইতোমধ্যে বিভিন্ন এলাকার ৫ টি ব্রিজ ভেসে গেছে এবং ঋষিগঙ্গার হাইড্রো পাওয়ার প্রজেক্ট ভেসে গেছে। বেশ কয়েকটি গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বন্যার আশঙ্কায় অনেক গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ঘটনার সময় সেখানে ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্পে ১৫০ শ্রমিক কাজ করছিলেন। তারা অনেকেই পানিতে ভেসে গিয়ে থাকতে পারেন।
তিন বাহিনীর সমন্বয়ে চলছে উদ্ধারকাজ। একটি টানেলের মধ্যে আটকে পড়া ১৬ জন শ্রমিককে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আরেকটি টানেলের মধ্যে ৩৫ থেকে ৪০ জন আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
যারা মারা গেছে তাদের পরিবারকে ৪ লাখ রূপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিল থেকে আরো ২ লাখ করে রূপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের ৫০ হাজার রূপি দেওয়া হবে।
জোর কদমে উদ্ধারকাজ এগিয়ে চলেছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত রোববার দুপুরেই বিপর্যস্ত এলাকার তথ্য জানার জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন। টুইট করে মুখ্যমন্ত্রী জানান, যদি ঘটনাস্থলে কেউ আটকে পড়ে থাকেন তবে তারা ১০৭০ অথবা ৯৫৫৭৪৪৪৪৮৬ নম্বরে যোগাযোগ করুন।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: ১৭০ জন নিখোঁজ নিহত ৭ ভারতের উত্তরাখণ্ডে তুষারধস উত্তরাখণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।