তিন বছর পর

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২১, ১৮:২০

ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন বছর পর আবারও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যোগ দিচ্ছে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকতার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পর্যবেক্ষক হিসেবে যুক্তরাষ্ট্রের পুনরায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

এর আগে মানবাধিকার কাউন্সিল ‘চরম ইসরায়েলবিরোধী’ এবং ‘রাজনৈতিক পক্ষপাতের’ অভিযোগ এনে ২০১৮ সালে সংস্থাটি ত্যাগ করেছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মানবাধিকার কাউন্সিলকে মানবাধিকারের দুর্বল রক্ষক হিসেবে বর্ণনা করেছিলেন। আর তৎকালীন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি দাবি করেছিলেন, কপট ও স্বার্থপরায়ণ সংস্থাটি মানবাধিকারকে প্রহসনে পরিণত করেছে।

প্রসঙ্গত, ২০০৬ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গঠিত হয়। বিশ্বজুড়ে মানবাধিকার সমুন্নত ও সুরক্ষায় কাজ করছে সংস্থাটি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top