সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বেনিনে সেনা অভ্যুত্থানের দাবি, সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪

সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে সেনা অভ্যুত্থানের দাবি উঠেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত একদল সৈন্য প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে ক্ষমতাচ্যুত করে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে সরকারি পক্ষ বলছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ফরাসি দূতাবাস কটোনুতে প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলির শব্দ শোনার তথ্য দিয়েছে। অভ্যুত্থানকারীরা সংবিধান স্থগিত এবং স্থল ও আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

অন্যদিকে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট তালন নিরাপদে আছেন এবং টিভি দখলকারী এই ছোট দলটির নিয়মিত সেনাবাহিনীর সমর্থন নেই। বেনিনের পররাষ্ট্রমন্ত্রী শেগুন আজাদজি বাকারি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেনাবাহিনীর বড় অংশ সরকারের পক্ষেই রয়েছে।”

এক প্রেসিডেন্সিয়াল কর্মকর্তা এএফপিকে বলেন, এটি কেবল একটি ছোট দল যারা টেলিভিশন স্টেশন দখল করেছে; শহর ও দেশ নিরাপদ রয়েছে।

টেলিভিশনে পাঠ করা বিবৃতিতে জানানো হয়, লেফটেন্যান্ট কর্নেল টিগ্রি পাস্কাল সামরিক ট্রানজিশন কাউন্সিলের নেতৃত্ব দেবেন। তারা অভিযোগ করেছে, প্রেসিডেন্ট তালনের শাসন পদ্ধতির কারণেই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

বিবিসি জানায়, ৬৭ বছর বয়সী তালন আগামী বছর দ্বিতীয় মেয়াদ শেষে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী এপ্রিলে দেশে নির্বাচন হওয়ার কথা। ‘কটন কিং’ নামে পরিচিত তালন তৃতীয় মেয়াদে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইতোমধ্যে নিজের উত্তরসূরি ঘোষণা করেছেন। এদিকে ফরাসি দূতাবাস তাদের নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।

আফ্রিকার স্থিতিশীল গণতন্ত্রগুলোর একটি হিসেবে পরিচিত বেনিন একই সঙ্গে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। দেশটি আফ্রিকার বৃহত্তম তুলা উৎপাদক।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top