সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের নামে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে। ঠিক ৩৩ বছর পর, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

১৯৯২ সালের সেই ঘটনায়, হিন্দু উগ্রপন্থীরা দাবি করেছিল যে, বাবরি মসজিদটি হিন্দু দেবতা রামের জন্মস্থানের উপর নির্মিত হয়েছিল। এই বিভেদের জেরে মসজিদটি ভেঙে দেওয়া হয় এবং ভারতের বিভিন্ন অঞ্চলে দাঙ্গা শুরু হয়, যা প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়; প্রায় দুই হাজারের বেশি মানুষ এতে প্রাণ হারান।

নতুন মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে মানুষের উপস্থিতি অত্যন্ত তীব্র ছিল। অনেকেই ৭-৮ কিলোমিটার হেঁটে অনুষ্ঠান স্থলে পৌঁছান, কেউ কেউ মাথায় ইট তুলে মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপনের কাজে অংশ নেন। অনুষ্ঠানে ফিতা কেটে মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির।

হুমায়ুন কবির অনুষ্ঠানে বলেন, “বাংলায় মুসলমানদের মসজিদ নির্মাণের অধিকার রয়েছে। এটি কোনো মন্দিরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নয়। আমরা সর্ব ধর্মকে সম্মান করি। এটি কোনো সাম্প্রদায়িক সংঘাতকে উস্কানি দেওয়ার উদ্দেশ্যে নয়।”

তবে এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। 

নাহার

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top