এবার ভারতে ১ মার্চ থেকে টিকা পাবে সর্বসাধারণ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৫৫

ফাইল ছবি

এবার সর্বসাধারণের জন্য ১ মার্চ থেকে করোনা টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ভারত। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় সরকার এই ঘোষণা দেয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ১০ কোটি লোককে টিকা দেয়ার সিদ্ধান্ত হয়। খবর : দ্যা হিন্দু।

ভারতের এবার টিকা দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ৬০ বছরের বেশি বয়সীরা। একই সঙ্গে মৃত্যুহার কমাতে যাদের বয়স ৪৫ বছরের বেশি কিন্তু দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছেন, তাদেরও টিকার আওতায় আনা হবে।

এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘এই পর্যায়ে ৬০ বছরের ঊর্ধ্বে থাকা সকল দেশবাসীকে টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ৪৫ থেকে ৬০ বছর বয়সী যারা দীর্ঘদিন ধরেই ‘ক্রনিক’ রোগের শিকার, তাদেরও টিকা দেয়া হবে।’

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি ভারতে করোনার টিকা দেয়া শুরু হয়। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও পরে পুলিশ, আধাসেনাসহ ফ্রন্ট লাইন কর্মীদের টিকা দেয়া হয়।

এনএফ৭১/জেএস/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top