উত্তর বাগদাদে সন্ত্রাসী হামলায় নিহত এক, আহত অগণিত
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ২০:৩২
বাগদাদের উত্তরাঞ্চলীয় আল আম্মাহ ব্রিজের নিকটস্থ এলাকায় বিস্ফোরণে একজন নারী নিহত ও অন্তত ত্রিশ জন আহত হয়েছেন। ইরাকি সিকিউরিটিস মিডিয়া সেলের তথ্য অনুযায়ী সোমবার (৮ মার্চ) ঘটে যাওয়া এই ঘটনাটির তদন্ত করছে নিরাপত্তা বাহিনী। সূত্র মতে, সেতুটির পাশে আবর্জনা ডাম্পে দু'টি হ্যান্ডগ্রেনেড বিস্ফোরণের মাধমে এই ঘটনা ঘটে ।
ইরাকি নিউজ ওয়েবসাইট আল-মাআল্লুমা এর বরাত দিয়ে জানা যায়, শিয়াদের তীর্থ স্থান কাদিমিয়া অঞ্চলে জাওয়ার সময় তাদের উদ্দেশ্য করে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটানো হয়। ইরাকের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সেদিনের আগেই তারা একটি সন্ত্রাসী সেলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছিল যারা ইমাম-কাদিমের তীর্থযাত্রীদের উপর আত্মঘাতী হামলার পরিকল্পনা করছিল। এদিকে, বাগদাদের অপারেশন কমান্ড জানিয়েছে, হজযাত্রীরা তাদের বার্ষিক যাত্রা মসজিদে চালিয়ে যাবেন।
এই ঘটনার কয়েক ঘন্টা পরে ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমিও বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন। সোমবারেই ইরাকের ঐতিহাসিক তিন দিনের সফর শেষে পোপ ফ্রান্সিস বাগদাদ ত্যাগ করার পর বিস্ফোরণটি ঘটেছিল।
এন এফ৭১/ফামি/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।