মহাশূন্যে যাবেন জেফ বেজোস!
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২১, ২০:২৫

২০ জুলাই মহাশূন্যে যাবেন জেফ বেজোস। নিজস্ব রকেট কোম্পানি ব্লু অরিজিনের প্রথম মানববাহী অভিযানে যাচ্ছেন তিনি। ব্লু অরিজিন জানায়, ওই ফ্লাইটে বেজোসের যাত্রাসঙ্গী হবেন তার ছোট ভাই মার্ক বেজোসও।
এদিকে সোমবার এক টুইট করে বেজোস জানান, তার বয়স পাঁচ বছর হওয়ার পর থেকেই তিনি মহাশূন্যে যাওয়ার স্বপ্ন দেখে আসছিলেন। জুলাইয়ের ২০ তারিখ পূরণ হতে যাচ্ছে তার সেই স্বপ্ন। সাথে ছোট ভাই থাকায়, শ্রেষ্ঠ বন্ধুর সঙ্গে এটা হবে সেরা অ্যাডেভেঞ্চারে।
ফ্লাইটের দিন ২০ জুলাই নির্ধারণের পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। দিনটিতে হবে অ্যাপোলো-১১ এর মহাশূন্যে যাওয়ার ৫২ তম বছর। ঠিকঠাক থাকলে বেজোস হবেন নিজ খরচে তৈরি মহাকাশযানে চড়ে মহাশূন্যে যাওয়া প্রথম ব্যক্তি। এদিকে, ৫ জুলাই অ্যামাজনের সিইও পদ ছাড়ছেন বেজোস।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ব্লু অরিজিন মহাশূন্য জেফ বেজোস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।