বিনামূল্যে পাটবীজ পাচ্ছেন ৪ লাখ কৃষক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:০৯
দেশে পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ লাখ কৃষক বিনামূল্যে পাটবীজ পাচ্ছেন। এ জন্য কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট’র কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। এ প্রণোদনার আওতায় সারাদেশের চার লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে বিনামূল্যে পাটবীজ প্রদান করা হবে।
আরও পড়ুন: শেরপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা
একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাটবীজ পাবেন।
মাঠ পর্যায়ে প্রণোদনার আওতায় শিগগিরই পাটবীজ বিতরণ কার্যক্রম শুরু হবে। কৃষি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
বিষয়: বিনামূল্যে পাটবীজ কৃষক পাটের আবাদ কৃষি মন্ত্রণালয় কৃষি পুনর্বাসন সহায়তা বাজেট newsflash71 News Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।