ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করলো ভারত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৯:২২

ইন্টারন্যাশনাল ডেস্কঃ

করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাটাগরির ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো ভারত। ইতোমধ্যে এ ধরণের কয়েকটি ভিসা শিথিল করলেও ভ্রমণ ভিসার ওপর তা বহাল ছিলো। বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ারও ঘোষণা দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ভারত থেকে বিভিন্ন দেশে যেতে ও বিভিন্ন দেশ থেকে সে দেশে প্রবেশের ক্ষেত্রে  বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভিসা শিথিলের কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সরকার বিদেশি নাগরিকদের প্রবেশ ও ভারতীয় নাগরিকদের দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে এখন ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ওসিআই ও পিআইও কার্ডধারী এবং সকল বিদেশি নাগরিকরা (ভ্রমণ ভিসা ব্যতীত) বিমানবন্দর ও নৌবন্দরের ইমিগ্রেশন দিয়ে প্রবেশ করতে পারবেন।

বন্দে ভারত মিশন, সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের অনুমোদিত এয়ারবাবল চুক্তি বা নন কর্মাশিয়াল ফ্লাইটের মাধ্যমে যাতায়াত করতে পারবেন। তবে সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভারত সরকার ইলেকট্রনিক, ট্যুরিস্ট ও মেডিক্যাল ভিসা ব্যতীত প্রচলিত সব ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। মেডিক্যাল ভিসার জন্য  বিদেশি নাগরিকরা তাদের অ্যাটেন্ডেন্টসসহ আবেদন করতে পারবেন। তবে এই সিদ্ধান্ত বিদেশি নাগরিকদের বিভিন্ন কাজে যেমন বাণিজ্য, কনফারেন্স, কর্মসংস্থান, শিক্ষা ও গবেষণা কাজের জন্য কার্যকর হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এনএফ৭১/জেএস/এমকে/২০২০

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top