পাঁচ দিনে আট প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২১, ১৮:৪৩

ফারাহ প্রদেশের দখলের পর তালেবান যোদ্ধারা

পাঁচ দিনে আট প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান

আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানী ও শহর দখল করে চলেছে তালেবান যোদ্ধারা। মঙ্গলবার, ফারাহ ও পুল-ই-খুমরি প্রদেশের রাজধানী সরকারী বাহিনীর হাত থেকে নিজেদের কব্জায় নিয়েছে তালেবানরা। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত, পাঁচ দিনে আট প্রদেশের রাজধানী দখল আফাগানিস্তানের আলোচিত-সমালোচিত এ গ্রুপ।

কাতারের সংবাদ ভিত্তিক চ্যানেল আল জাজিরা জানায়, আফগানিস্তানের উত্তর ও দক্ষিণে দু’টি প্রদেশের রাজধানী মঙ্গলবার দখল করে তালেবান যোদ্ধারা। বার্তা সংস্থা এএফপি’কে ফারাহ প্রাদেশিক কাউন্সিল সদস্য শাহলা আবুবার জানান, মঙ্গলবার বিকেলের দিকে আফগান নিরাপত্তা রক্ষীদের সাথে কিছু সময় লড়াইয়ের পর প্রদেশের গভর্নর অফিস ও পুলিশ সদর দপ্তর দখল করে নেয় তালেবান। ফারাহ হচ্ছে আফগানিস্তারে দক্ষিনে ইরান সীমান্ত লাগোয়া প্রদেশ। এর আগে তালেবানদের হাতের ফারাহ এর পাশের প্রদেশ নিমরুজ এর পতন হয় শুক্রবার।

ফারাহ প্রদেশ দখলের দিন মঙ্গলবার, তালেবানদের হাতে পতন হয় উত্তরের আরেক প্রাদেশিক রাজধানী পুল-ই-খুমারী’র। রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরের শহর এটি।

আফগান নিরাপত্তরক্ষীদের সাথে লড়াইয়ের শুরুতে তালেবানরা দখল করে কুন্দুজ ও তাকহার। এ দুই প্রদেশ দখলের ফলে প্রায় ৩৭৮ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের দায়িত্ব নেয় তালেবানরা। যা কাবুল থেকে উত্তরের প্রদেশগুলোতে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top