সৌদি আরবে দুর্নীতি দমন অভিযানে দুইশো’র বেশি আটক
জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২১, ১৯:০৯
আবারও বিতর্কিত দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছে সৌদি আরব। সবশেষ অভিযানে এ পর্যন্ত ২০৭ জনকে আটকের কথা ঘোষণা দিয়েছে দেশটি। আটক ব্যাক্তিদের মধ্যে রয়েছে সরকারী মন্ত্রণালয়ের বহু লোক।
সোমবার দিনের শেষে এ ঘোষণা দেয়, রাজতন্ত্র শাসিত দেশটির দুর্নীতি দমন কমিশন। তবে আটককৃতদের নাম বা কোন দুর্নীতির অভিযোগে আটক করা হয়েছে, তার কিছুই উল্লেখ করা হয়নি। এমন কোথা থেকে আটক করা হয়েছে, তাও উল্লেখ করা হয়নি।
সৌদি আরবের দুর্নীতি দমন কমিশনের মূল ক্ষমতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানবা এমবিএস-এর হাতে। গেল কয়েক বছর আগে দুর্নীতি বিরোধী অভিযানের নামে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আসীন নিজের আত্মীয়-স্বজনকে আটক করেন এমবিএস। এবারও দুর্নীতি বিরোধী অভিযান তেমন কিনা, এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সৌদি আরবের দুর্নীতি দমন কমিশনের নাম ‘নাজাহা’।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।