তালেবান প্রতিহতের ক্ষমতা আফগান সেনাবাহিনীর আছে

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২১, ১৯:৫৮

পেন্টাগন মুখপাত্র জন কিবরি

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশি সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর উত্থান শুরু হয় তালেবানের। সরকারী বাহিনীর কাছ থেকে একের পর এক প্রাদেশিক রাজধানী ও গুরুত্বপূর্ণ শহর দখল নিয়ে নিচ্ছে তালেবান মিলিশিয়ারা। এমন প্রেক্ষাপটে, আফগান নিরাপত্তা বাহিনীর সক্ষমতা এবং তাদেরকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগন মুখপাত্র জন কিবরি বলেন, তালেবানকে প্রতিহতের ক্ষমতা রাখে আফগান সেনাবাহিনী এবং ওয়াশিংটন আফগান সরকারী নিরাপত্তা বাহিনীকে
পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে।

পেন্টাগন মুখপাত্র স্বীকার করেন আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নাজুক। তবে ওয়াশিংটন চলতি মাসের শেষ নাগাদ সে দেশ থেকে সব সেনা সরিয়ে নেয়ার কাজে মনযোগী হয়ে আছে।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top