তালেবান হটাতে নতুন পরিকল্পনা আফগান সরকারের

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২১, ১৮:৩৮

তালেবান প্রতিরোধে কান্দাহের পাহারারত আফগান নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ

তালেবানের বিরুদ্ধ রুখে দাড়াতে প্রভাব বিস্তারকারী স্থানীয় গ্রুপগুলোকে সহযোগিতা’র কথা জানিয়েছেন  আফগান সরকার। কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাতকারে এ তথ্য জানান, আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুস সাত্তার মির্জা কাওয়াল।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে বলেন, তালেবান বিরোধী বা সরকার সমর্থিত স্থানীয় গ্রুপগুলোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করবে সরকার, যাতে তারাও তালেবানের বিরুদ্ধে রুখে দাড়াতে পারে। এর পাশপাশি তালেবানদের হটিয়ে দিতে তিন ধাপের পরিকল্পনার কথাও জানান তিনি। আব্দুস সাত্তার মির্জাকাওয়াল জানান, আফগান নিরাপত্তা বাহিনী দেশের প্রধান সড়ক, বড় শহর এবং সীমান্ত শহগুলোর নিরপত্তা রক্ষায় বেশি জোর দিচ্ছে।

বিদেশি সেনা চলে যাওয়ার পর আফগানিস্তান নিয়ন্ত্রনকারী এলাকাগুলো

শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত, পাঁচ দিনে নয়টি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। তালেবান হটিয়ে নিজেদের অস্থিত্ব রক্ষায় চ্যালেঞ্জের মুখে পড়েছে আফগান সরকার।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top