৯০ দিনের মধ্যে তালেবানের হাতে কাবুল পতনের আশংকা
জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২১, ১৯:৪৫
অচীরেই আফগানিস্তানের রাজধানী কাবুল, তালেবানদের হাতে চলে যাওয়ার আশংকা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এবং তা আগামী ৯০ দিনের মধ্যে হতে পারে বলে জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স এবং ওয়াশিংটন পোস্ট এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করে চলেছে তালেবান। আগামী ৩০ দিনের মধ্যে কাবুলকে বিচ্ছন্ন করে ফেলতে পারে তারা। এভাবে তালেবানের হাতে কাবুলের পতন হতে পারে বলে আশংকা মার্কিন গোয়েন্দাদের।
নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাতকারে মার্কিন এক কর্মকর্তা বলেন, সব কিছুই খারাপ দিকে যাচ্ছে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সিদ্ধান্তে অটল আছেন। তিনি জোর দিয়ে বলেন, আফগান বাহিনীকে অবশ্যই তার জাতির জন্য যুদ্ধ করা উচিৎ। মঙ্গলবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাইডেন সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ’দেখুন, গত ২০ বছরে আমরা ট্রিলিয়ন ডলার খরচ করেছি। আমরা তিন লাখ আফগান সেনাকে আধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করেছি। পাশাপাশি এই যুদ্ধে আমরা অনেক আমেরিকান নাগরিক হারিয়েছি।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।