১৬ আরোহী নিয়ে রাশিয়ার কামচাটকায় হেলিকপ্টার বিধ্বস্ত

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২১, ১৯:০৬

কামচাটকা, রাশিয়া

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ১৬ আরোহী নিয়ে এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আরোহীদের বেশিরভাগই ছিল পর্যটক। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় স্থানীয় প্রশাসন। এ পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে উদ্ধারকারী সংস্থা।

রাশিয়ার সবচেয়ে পূর্বে ক্রোনোতস্কি’র সংরক্ষিত প্রাকৃতিক এলাকা কুরিল হ্রদে বিধ্বস্ত হয় এমআই-৮ মডেলের হেলিকপ্টার। বার্তা সংস্থা এপি জানায়, হেলিকপ্টারটি কুরিল হ্রদে বিধ্বস্ত হয়ে ভাসছিল। সরক্ষিত এলাকায় অবস্থিত ৭৭ বর্গ কিলোমিটার আয়তনের হ্রদটি ১০০ থেকে ৩০০ মিটার গভীর।

হেলিকপ্টারে ৩জন ক্রু এবং ১৩ জন যাত্রী ছিল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৯ জনকে খুঁজে পাওয়া গেছে যাদের সবাই জীবিত। তবে বাকী ৭ জনের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে কামচাটকার দূরত্ব ৬০০০ কিলোমিটারের বেশি।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top