থাইল্যান্ডে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ২১:৩২

গুলতি দিয়ে পুলিশের জবাব দেয়ার চেষ্টা এক বিক্ষোভকারীর

প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা’র বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে থাইল্যান্ডে। রাজধানী ব্যাংককে আয়োজিত এ বিক্ষোভ দমাতে পুলিশের লাঠিচার্য ও টিয়ার গ্যাসে আহত হয়েছে অন্ততঃ তিন বিক্ষোভকারী।

নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা’র পদক্ষেপকে প্রশ্ন তুলে রাজধানী ব্যাংককের রাস্তায় বিক্ষোভ করে শত শত প্রতিবাদকারী। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়। পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে আহত হয় তিন জন। লকডাউন শুরুর তৃতীয় দিন শুক্রবার, ব্যংককের রাজপথে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সাথে এ সংঘর্ষ বাধে।

সাম্প্রতিক রিপোর্টে দেখা যায়, থাইল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারী ঠেকানো এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায়  প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা’র ব্যর্থতার অভিযোগে সংক্ষুব্ধ হয়ে ওঠে থাই নাগরিকরা।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top