কাবুলের মার্কিন দূতাবাসকে গুরুত্বপূর্ণ নথি ধ্বংসের নির্দেশ

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ২১:৫৭

কাবুলে মার্কিন দূতাবাস

আফগানিস্তানে তালেবান অগ্রাভিযানে চিন্তিত যুক্তরাষ্ট্র। সেনা প্রত্যাহারের পাশাপাশি দূতাবাস কর্মকর্তাদের সতর্ক করেছে দেশটি। বিশেষ করে স্বল্প সময়ে তালেবান উত্থানের প্রেক্ষাপটে কাবুলেন মার্কিন দূতাবাসকে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর নথি  এবং কম্পিউটার ধ্বংসের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন নিউজ ওয়েবসাইট এনপিআর এর খবরে বলা হয়, কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরকে লিখিত মেমোর মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আশংকা খুব অল্প সময়ের মধ্যে কাবুল আক্রমন করতে পারে তালেবান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন, কাবুলে দূতাবাস খালি করার ঘোষণা দেয় বৃহস্পতিবার।  কেবলমাত্র গুরুত্বপূর্ণ কিছু কর্মকর্তাদের সেখানে রাখার কথা জানানো হয়।

 এদিকে দূতাবাস কর্মীদের সরিয়ে আনতে আফগানিস্তানে নতুন করে তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।


এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top