তালেবানের দখলে গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ; কাবুলের পূর্ব দিকের রাস্তা বন্ধ
জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২১, ১৯:৫০
কোন ধরণের বাঁধা বা সংঘর্ষ ছাড়াই তালেবানরা দখল করল আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ। রোববার সকালে শহরটি দখলে নেয় তারা। জালালাবাদ হচ্ছে পূর্ব দিকে থেকে রাজধানী কাবুল যাওয়ার পথে গুরুত্বপূর্ণ শহর।
কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, ১৪ আগস্ট রোববার তালেবান মিলিশিয়ারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনলাইনে নানগড়হর প্রদেশের রাজধানী জালালাবাদ গভর্নর অফিস দখলের ছবি প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, তারা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে যুদ্ধ ছাড়াই।
আহমাদ ওয়ালি নামে জালালাবাদের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সকালে উঠে আমরা দেখি সারা শহর জুড়ে তালেবোনের সাদা পতাকা উড়ছে। আবরারুল্লাহ মুরাদ নামে স্থানীয় এক আইনজীবি এএফপিকে জানান, সামান্য প্রতিরোধের মাধ্যমে জালালাবাদ দখল করে নেয় তালেবান স্বশস্ত্র যোদ্ধারা। বার্তা সংস্থা রয়টার্সকে জালালাবাদের এক কর্মকর্তা বলেন, শহরে কোন সংঘর্ষ হয়নি। তালেবানরা সাধারণ নাগরিকদের রক্ষা করবে -এই শর্তে গভর্ণর নিজেই তালেবানের কাছে আত্ম সমর্পন করেন।
নানগড়হর প্রদেশের রাজধানী জালালাবাদ দখলের মাধ্যমে তালেবানের পক্ষে রাজধানী কাবুল নিয়ন্ত্রণের পথ সুগম হয়ে গেল। কারণ পূর্ব দিকের বিভিন্ন শহর ও সীমান্ত থেকে কাবুল যাওয়ার পথ অধিকার করলো তালেবান।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।