তালেবান আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাবুলে

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২১, ২০:৪২

ইরান সীমান্তের দিকে পালানো আফগান সেনা বহর

তালেবান দ্রুত আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখল করে নেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানী কাবুলে। বিশেষ করে দ্বিতীয় ‍বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাত দখলের পর এই আতঙ্ক স্পষ্ট হয়ে উঠেছে।

রাজধানী কাবুল থেকে নিউজ চ্যানেল আল জাজিরার প্রতিনিধি জানান, রাজধানীতে তালেবান আতঙ্ক শুরু হয়ে গেছে। কারণ দশটিরও বেশি শহর থেকে পালিয়ে আসা সরকারী লোকজন এই শহরে অবস্থান করছে। ইতোমধ্যে দ্রব্য মূল্য বেড়ে গেছে। বিশেষ করে তেল ও খাবারের দাম বেড়েছে বেশি।

শনিবার তালেবান যোদ্ধারা মাজার-ই-শরিফ প্রবেশের পর, আফগান নিরাপত্তা বাহিনী সদস্যদের উজবেকিস্তানের রাস্তায় পালিয়ে যেতে দেখা যায়। অসমর্থিত ভিডিওতে দেখা যায়, প্রায় ৮০ কিলোমিটার উত্তরে আফগান-উজবেকিস্তান সীমানে এক লোহার ব্রীজ পার হচ্ছে আফগান সেনারা।

এদিকে শনিবার দিন শেষে তালেবান প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, দ্রুত সফলতা প্রমান করে আফগান জনগনের কাছে তালেবানরা জনপ্রিয় এবং গ্রহনযোগ্য। আফগান জনগন এবং বিদেশিরা তালেবানের অধীনে নিরাপদ বলেও নিশ্চয়তা দেয়া হয়।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top