কাবুলে মার্কিন দূতাবাস থেকে কর্মকর্তা-ডিপ্লোম্যাটদের উদ্ধারে হেলিকপ্টার

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২১, ০১:৪৯

কাবুলে মার্কিন দূতাবাসে উড়ছে চিনুক হেলিকপ্টার

রাজধানী কাবুল তালেবানদের অধীনে চলে যাওয়ার পর আফগানিস্তানের মর্কিন দূতাবাসে আটকে পড়া নাগরিকদের উদ্ধারে বিশেষ উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। রোববার সারাদিন কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস আর বিমান বন্দরে যাতায়াত করতে দেখা যায় একাধিক মার্কিন চিনুক হেলিকপ্টার।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেয়ার প্রেক্ষাপটে, নিজেদের নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে আরও এক হাজার সৈন্য পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে আফাগানিস্তানে অবস্থিত মার্কিন নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার কাজে ৩০০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top