মহিলাদের সরকারে যোগ দেয়ার আহবান তালেবানের

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ০১:০৪

ফাইল ছবি: আফগান মহিলা

আফগানিস্তানে কট্টরপন্থি ইসলামী গ্রুপ তালেবান ক্ষমতা নেয়ার পর নতুন করে ঢেলে সাজাচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। তবে ২০ বছর আগে এবং বর্তমান তালেবানের মধ্যে চিন্তা-চেতনায় বেশ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এবার তারা ক্ষমতায় এসে রাষ্ট্রীয় কাজে মহিলাদের অংশগ্রহনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তালেবানের পক্ষ থেকে মহিলাদের আহবান জানানো হয়েছে সরকারে অংশ নিতে।

তালেবান কালচারাল কমিশন সদস্য এনামুল্লাহ সামানগানি মন্তব্য করতে গিয়ে বলেন, ‘ইসলামিক আমিরাত মহিলাদেরকে ভিকটিম করতে চায় না। শরীয়া আইন অনুযায়ি তাদের সরকারী কাঠামোতে থাকা উচিৎ’। এনামুল্লাহ সামানগানি বলেন, সরকার কাঠামো এখনও সুস্পষ্ট নয়, তবে অভিজ্ঞতা অনুযায়ি সম্পূর্ণ ইসলামি নেতৃত্ব হওয়া উচিৎ এবং তাতে সবার অংশগ্রহন থাকা দরকার।
সূত্র: আল জাজিরা

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top