তালেবানের সাথে সম্পর্ক করতে হাত বাড়াচ্ছে ক্ষমতাশালী দেশগুলো

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২১, ২৩:৫২

কাবুলের রাস্তায় তালেবান টহল

মর্কিন বাহিনী এবং পশ্চিমা মদপুষ্ট সরকারের বিদায়ের পর আফগান কট্টরপন্থি ইসলামী গ্রুপ তালেবানের সাথে সম্পর্ক তৈরিতে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। এমন খবর দিয়েছে নিউজ চ্যানেল আল জাজিরা।

কাবুল দখলের একদিন পর ১৬ আগস্ট, তালেবানের সাথে সম্পর্ক তৈরির প্রথম ঘোষণা দেয় বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, আফগান জনগনের অধিকার আছে নিজেদের ইচ্ছা অনুযায়ি গন্তব্য ঠিক করা। এজন্য আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চায় চীন। ইতোমধ্যে অর্থনীতি ও সম্পদ রক্ষায় তালেবানকে সহযোগিতার আশ্বাসও দিয়েছে চীন।

অথচ, ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতা নিলে তালেবান শাসন ব্যবস্থাকে অস্বীকৃতি জানিয়েছিল চীন।

এদিকে আফগানিস্তানে বর্তমান সব দলের সাথে কথা বলার আগ্রহ দেখিয়েছে মুসলিম বিশ্বের অন্যতম উদীয়মান শক্তিধর দেশ তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রী মেভলুত চাভুসলু বলেন, তালেবান-সহ আফগানিস্তানে বর্তমান সব দলের সাথে ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top