তালেবানের আদেশ: কারও বাড়ীতে কেউ ঢুকতে পারবে না

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ০২:৪২

নিজ বাড়ীর সামনে বসা কাবুলের এক মহিলা

শান্তি-শৃংখলা রক্ষায় অনুমতি ছাড়া অন্যের বাড়ীতে কাউকে না ঢোকার আদেশ দিয়ে সমন জারি করেছে তালেবান। তালেবান মিলিটারী কমিশন প্রধান মুল্লাহ ইয়াকুবের বরাত দিয়ে নিউজ চ্যানেল আল জাজিরা এমন আদেশে কথা জানায়।

ভয়েস স্টেটমেন্ট বা মৌখিক বিবৃতিতে মুল্লাহ ইয়াকুব ঘোষণায় বলেন, বিশেষ করে কাবুলে অন্যের বাড়ীতে কারও ঢোকার অনুমতি নেই। এমন ঘোষণা তখনই এল, যখন কিছু যোদ্ধা রাজধানী কাবুলে বসবকারী কয়েকজনের বাড়ীতে অনুমতি ছাড়াই ঢুকেছিলো।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top