সাধারণ ক্ষমা; সবাইকে কাজে যোগ দেয়ার আহবান তালেবান
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ০৩:০৫
ক্ষমতা নেয়ার পর বিরোধী বা পশ্চিমা সমর্থিত সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। বিশেষ করে সরকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে ক্ষমা ঘোষণার পাশাপাশি নিজ নিজ কাজে যোগ দেয়ার আহবানও জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ।
তালেবান ঘোষণায় বলা হয়, ‘সাধারণ ক্ষমা সবার জন্য; সুতরাং প্রত্যেকের উচিৎ আত্মবিশ্বাসের সাথে নিজের প্রাত্যহিক জীবন শুরু করা’।
নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, তালেবানের এমন ঘোষণায় কিছুটা আশান্বিত হয়েছে আশরাফ গানি সরকারের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘোষণার পর কাবুলের মেয়র এবং ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী কাজে যোগ দেয়ার খবর দেয় আল জাজিরা।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।