সংবাদপত্রের স্বাধীনতা এবং নারী অধিকারকে সম্মান করবে তালেবান !

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ১৮:২৮

সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ

আফগান নারীদের লেখাপড়া এবং কর্মক্ষেত্রে অংশ গ্রহনের অনুমতি দেবে তালেবান। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতও করবে তারা। ক্ষমতা নেয়ার পর প্রথমবারের মত সংবাদ সম্মেলনে এ কথা জানান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

১৭ আগস্ট মঙ্গলবার কাবুলে গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আমরা নারী শিক্ষা এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহনে অনুমতি দিচ্ছি। নারীদের এসব সুযোগ-সুবিধা হবে ইসলামী বিধান অনুযায়ি’।

তালেবান এ মুখপাত্র আরও বলেন, ‘নারীদের ক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না। নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কাজ করছেন’। মুজাহিদ বলেন, ’তালেবানরা আগের মত একই পদক্ষেপ নেবে না। ২০ বছর আগের তুলনায় বর্তমানে অনেক পার্থক্য থাকবে’।

সংবাদপত্র ও গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা নিয়েও কথা বলেন জাবিউল্লাহ। তিনি বলেন, আমরা গণমাধ্যমের কাছে অঙ্গীকারাবদ্ধ। বেসরকারী গণমাধ্যম স্বতন্ত্র ও স্বাধীনভাবে তাদের কর্মকান্ড চালাতে পারে।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top