তালেবানের শান্তি ঘোষণার পর কাবুল থেকে নিরাপদ প্রস্থান বেড়েছে
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ১৯:০৬
তালেবান অঙ্গীকারের পর আফগানিস্তান থেকে বিদেশি ও দ্বৈত নাগরিকদের প্রস্থান বেড়েছে। ১৭ আগস্ট, মঙ্গলবার সংবাদ সম্মেলনে নারী অধিকার এবং গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিতের ঘোষণা দেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা দেশের ভেতরে বা বাইরে শত্রু চাই না’। এরপর থেকে দুঃশ্চিন্তা ও আতঙ্ক কমেছে পশ্চিমা নাগরিকদের।
নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, ব্রিটিশ নাগরিক এবং দূতাবাস কর্মকর্তাদের নিয়ে অক্সফোর্ডশায়ার বিমান ঘাঁটিতে অবতরণ করেছে রাজকীয় বিমান বাহিনীর একটি এয়ারক্রাফ্ট। প্রায় একই সময় ১৩০ জন জার্মান প্রস্থানকারীদের নিয়ে ফ্রাঙ্কফুটে অবতরণ করে লুফথানসা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সামরিক বিমানে করে ৩২০০ জনকে কাবুল থেকে সরিয়ে আনা হয়েছে। এর মধ্যে মঙ্গলবারই সরিয়ে আনা হয়েছে ১১০০ জনকে।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।