আফগান কেন্দ্রিয় ব্যাংকের ৯.৫ বিলিয়ন ডলার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ২০:১০
তালেবান সরকার যাতে ব্যবহার করতে না পারে, এজন্য আফগানিস্তান কেন্দ্রিয় ব্যাংকের প্রায় ৯.৫ বিলিয়ন ডলারের সম্পদ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউজ চ্যানেল আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে আফগান কেন্দ্রিয় ব্যাংক সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
সোমবার প্রকাশিক এক টুইট বার্তায় আফগান কেন্দ্রিয় ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান আজমল আহমাদী জানান, শুক্রবারই এমনটি হওয়ার আশংকা করেছিলেন তিনি। আজমল আহমাদী বলেন, আফগান ব্যাংকের এই জব্দ করা অর্থ নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের অধীনে থাকছে, যা তালেবান কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে না।
এদিকে আফগান ব্যাংকের জব্দ করা অর্থ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয় নি যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।
এনএফ৭১/জুআসা.২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।