সব আমেরিকান না ফেরা পর্যন্ত কাবুল থাকবে মার্কিন সেনারা
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২১, ২২:৫৪
আফগানিস্তান থেকে নিরাপদে নিজ নাগরিকদের ফিরিয়া আনা পর্যন্ত মার্কিন সেনারা কাবুল থাকবে। এমন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, সব নাগরিক চলে না আসা পর্যন্ত আমেরিকান সৈন্যরা কাবুলে অবস্থান করবে। যদিও আমেরিকান সৈন্য পুরোপুরি প্রত্যাহারের তারিখ ছিল ৩১ আগস্ট।
বুধবার পর্যন্ত প্রায় ৫ হাজার মার্কিন নাগরিকের কাবুল ছাড়ার কথা জানায় আল জাজিরা।
এর আগে কাবুলের পূর্ব দিকে জালালাবাদ প্রদেশের শহরে প্রতিবাদকারীদের দিকে সরাসরি গুলি করে তালেবান। এসব প্রতিবাদকারী শহরের ভেতরে এক চত্বরে আফগানিস্তানের জাতীয় পতাকা টানাতে যাচ্ছিলো। এ ঘটনায় বহু হতাহত হয়; মারা যায় কমপক্ষে ৩ জন।
এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আফগানিস্তানের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আশরাফ গানি তাদের দেশে পৌছেছেন।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।