আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে ইরান-রাশিয়া
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২১, ২৩:৩৯
মার্কিন বিদায় এবং তালেবানের ক্ষমতা নেয়ার পর আফগানিস্তানে নিজেদের করণীয় ঠিক করতে আলাপ করেছে ইরান ও রাশিয়া। বুধবার টেলিফোনে আলাপ করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সাথে ইরানের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দু’দেশের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেন, প্রতিবেশি দেশ হিসেবে আফগানিস্তানে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ইরান। বিশেষ করে মার্কিনে সেনা প্রত্যাহারের ফলে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করেন ইরানের প্রেসিডেন্ট।
সূত্র- পার্সটুডে
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।