আফগানিস্তান থেকে ভারতে পণ্য সরবরাহ বন্ধ
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ২০:২৯
সড়ক পথে আফগানিস্তান থেকে ভারতে পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে তালেবান। আগে পাকিস্তানের ভূ-খন্ড ব্যবহার করে আফগানিস্তান থেকে পণ্য যেত ভারতে। সড়ক পথে এই রুটটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ি সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়া এক্সপোর্ট অর্গানাইজেশন।
সংগঠনটির মহাপরিচালক অজয় সাহাই জানান, সড়ক পথে আফগানিস্তান থেকে ভারতগামী পণ্যের রুট বন্ধ করেছে তালেবান। পাকিস্তান প্রবেশের ট্রানজিট রুটে তালেবানরা প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে জানান তিনি।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে পার্স টু’ডে এমন খবর দেয়। খবরে বলা হয়, ফেডারেশন অব ইন্ডিয়া এক্সপোর্ট অর্গানাইজেশন মহাপরিচালক অজয় সাহাই জানান, সড়ক পথে আফগানিস্তানের পণ্য বন্ধ হলেও, দুবাই ঘুরে আকাশ বা নৌ-পথে ভারতে পণ্য আসা অব্যহত রয়েছে।
তবে আফগান বা তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: ভারতে আফগান পণ্য বন্ধ ভারতে আফগান পণ্য রপ্তানি বন্ধ সড়ক পথে তালেবান বন্ধ করেছে ভারতে পণ্য রপ্তানি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।