মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন অস্ত্রের মালিক তালেবান

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ২১:১৯

অত্যাধুনিক মার্কিন ব্ল্যাকহক হেলিকপ্টারের সামনে এক তালেবান

মার্কিন বাহিনী প্রত্যাহারের সাথে সাথে খুব দ্রুত আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। সে দেশের প্রদেশগুলো ঝড়ের মত দখলে নেয় তালেবান যোদ্ধারা। আর তালেবান ভয়ে পড়ি মরি করে পালায় বিদেশ নির্ভর আফগান সেনাবাহিনী। ফলে, আফগান বাহিনীকে দেয়া মার্কিনীদের অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম চলে যায় তালেবানের হাতে।

আফগানিস্তানে ক্ষমতা নেয়ার পর, এখন তালেবানের হাতে দেখা যাচ্ছে এম-১৬, এম-৪ এর মত অত্যাধুনিক মার্কিন স্বয়ংক্রিয় অস্ত্র। তালেবান যোদ্ধাদের ব্যবহার করতে দেখা গেছে মাইন প্রতিরোধক মার্কিন সাঁজোয়া যান এবং হামভি গাড়ী।

অত্যাধুনিক মার্কিন এ-২৯ সুপার টুকানো ফাইটার

২০১৭ সালে মার্কিন তথ্য অনুযায়ি আফগান বাহিনীকে ২০৮ টি বিমান ও হেলিকপ্টার দেয় যুক্তরাষ্ট্র। তালেবানের হাতে রাজধানী কাবুল পতনের পর, ৪৬টি বিমান ও হেলিকপ্টারে করে উজবেকিস্তান পালিয়ে যায় প্রায় ৫০০ আফগান সেনা। ফলে বাকী বিমান ও হেলিকপ্টারগুলো চলে যায় তালেবানের হাতে। এর মধ্যে রয়েছে, অত্যাধুনিক ব্ল্যাকহক হেলিকপ্টার এবং এ-২৯ সুপার টুকানো বিমান।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top