আগের পথেই হাটছে তালেবান:
মার্কিন ও ন্যাটো সহযোগিদের খুঁজতে ঘরে ঘরে তল্লাশি
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ২১:৫১
মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের প্রতিশ্রুতির বিপরীতে চলছে তালেবান যোদ্ধারা। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, তালেবান বিরোধী, মার্কিন-ন্যাটো সমর্থক বা পশ্চিমা সুবিধাভোগিদের এক তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ি ঘরে ঘরে তল্লাশি চালানোর অভিযোগ করা হয়।
বার্তা সংস্থা এএফপি’র হাতে পৌছানো এমনই গোপন তালিকা প্রকাশ করেছে ফরাসি সংবাদ মাধ্যম। এএফপি’র সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিশ্বের সবদেশের গণমাধ্যম। এএফপির খবরে বলা হয়, যাদেরকে তল্লাশি করে বাড়ীতে পাওয়া যাচ্ছে না, তাদের আত্মীয়-স্বজনকে আটকের হুমকিও দিচ্ছে তালেবান যোদ্ধারা।
জাতিসংঘের ভাষ্য অনুযায়ি, আফগানিস্তানে যারা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষে কাজ করেছে, তারা মূল টার্গেট। এর আগে গত ১৭ আগস্ট মঙ্গলবার, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ প্রথমবারের মত সংবাদ সম্মেলনে আসেন। সেখানে সবার প্রতি সাধারণ ক্ষমতা ঘোষণা করে তিনি বলেন, ‘কাউকে তার অতীত কর্মকান্ডের জন্য শাস্তি পেতে হবে না।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।