মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ২২:৪০
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষমতাসীন দল ‘ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন –ইউএমএনও –এর নেতা ইসমাইল সাবরি ইয়াকুব। শুক্রবার ২০ আগস্ট শুক্রবার নাম ঘোষণার পর, শনিবার দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৬১ বছর বয়সী এই বিজ্ঞ রাজনীতিবিদ।
সদ্য বিদায়ি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি ইয়াকুব। করোনা মাহমারী প্রতিরোধে ব্যর্থতার দায়ে রোষানলে পড়েন আগের প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সরকার ক্ষমতায় ছিলো ১৭ মাস। এই মেয়াদের বেশিরভাগ সময় গেছে করোনা মহামারী প্রতিরোধে।
গেল এক সপ্তাহ ধরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় মালয়েশিয়ায়। শেষ পর্যন্ত মহামারী প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন মুহিউদ্দিন ইয়াসিন।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।