পানজসির উপত্যাকায় মুখোমুখি তালেবান ও মাসুদ বাহিনী

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২১, ১৮:২৫

পানজসির নিয়ন্ত্রণকারী আহমদ মাসুদ এবং তালেবান কমান্ডার ফসিহউদ্দিন

আফগানিস্তানে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিয়ে আবারও যুদ্ধে নেমেছে তালেবান। পানজসির উপত্যাকার নিয়ন্ত্রণ নিতে শত শত যোদ্ধাদের সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তালেবান। আফগানিস্তানের কিছু এলাকা এখনও তালেবানে নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এর মধ্যে পানজসির অন্যতম।

নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, তালেবানদের আরবী টুইটার একাউন্টের বলা হয়েছে; একটি স্থানীয় প্রদেশ শান্তিপূর্ণভাবে হস্তান্তরে অস্বীকৃতির ফলে ইসলামিক আমিরাতের শত শত মুজাহিদিনকে পাঠানো হয়েছে পানজসিরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য। এ অভিযান পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে তালেবান কমান্ডার কারি ফসিহউদ্দিনকে।

পানজসির উপত্যকার তালেবান কমান্ডার কারী ফসিহউদ্দিন

এদিকে পানজসির উপত্যকা নিয়ন্ত্রণকারী আফগান যোদ্ধা আহমদ শাহ মাসুদের পুত্র আহমদ মাসুদ যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছেন। রোববার তিনি বার্তা সংস্থাগুলোকে বলেন, আমরা কাবুলের ক্ষমতা দখলকারীদের সাথে শান্তিপূর্ণ আলোচনা করতে চাই। তবে আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত আছি।

পানজসির উপত্যকার নেতা আহমদ শাহ মাসুদের পুত্র আহমদ মাসুদ

এদিকে, পানজসির অবজারভার, ইউনাইটেড ফ্রন্ট-সহ আরও টুইটার একাউন্টে যুদ্ধ শুরুর খবর দেয়া হয়। যেখানে প্রথম প্রতিরোধে বেশ কিছু তালেবান হতাহতের তথ্য দেয়া হয়েছে।

সারি সারি পর্বতের মাঝে পাহাড়ী নদীর দু’তীরে গড়ে উঠেছে পানজসিরের বসতি। যুদ্ধ কৌশলের দিক থেকে পানজসির খুবই প্রতিরক্ষামূলক একটি উপত্যাকা, যার পুরোটাই উঁচু পর্বতে ঘেরা। সোভিয়েট আগ্রাসনের সময়ও পানজসির ধরে রাখতে পারেনি দখলদাররা।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top