আশরাফ গনি ও তার নেতারা দেশে ফিরতে পারবেন নিরাপদে

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২১, ১৯:০৪

তালেবান নেতা খলিলুর রহমান হক্কানী এবং আশরাফ গানির ভাই হাসমত গানি

কট্টরপন্থি তালেবান গোষ্টি আফগানিস্তানে ক্ষমতা নেয়ার পর থেকেই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গানি ও তার সরকারের নেতৃবৃন্দকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। এবার তাদের নিরাপদে দেশে ফেরার ঘোষণা দিল তারা।

রাজধানীর কাবুলের নিরাপত্তার দায়িত্ব নেয়া তালেবান নেতা খলিল উর রহমান হক্কানী পাকিস্তানের জিও নিউজকে জানান, ‘আশরাফ গানি, আমরুল্লাহ সালেহ এবং হামদুলিল্লাহ মহিবের সাথে এখন কোন শত্রুতা নেই। তারা নিরাপদে দেশে ফিরতে পারবেন’।

আফগান সাবেক ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং আফগান সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি

হক্কানী বলেন, ‘তাজিক, বালুচ, হাজারা, পাশতুন, সবাই আমাদের ভাই। তালেবানের লক্ষ্য সরকার ব্যবস্থার পরিবর্তন, তা এখন হয়ে গেছে’। তালেবান এই নেতা বলেন, আফগানিস্তানে অংশগ্রহমূলক সরকার গঠিত হবে এবং এতে যোগ্য ও শিক্ষিত ব্যক্তিরা থাকবেন।

বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাতকার দেয়ার সময়, আফগান সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানির ভাই হাসমত গানি আহমদজাইকে সদস্য নিয়োগ পাওয়া কাবুলের নিরাপত্তা প্রধান খলিল উর রহমান হক্কানীর সাথে বসে থাকতে দেখা যায়। আশরাফ গানিকে, তিনিও দেশের ফেরার উৎসাহ দেন।

যদিও, হাসমত গানিকে বিশ্বাস ঘাতক বলেছেন আশরাফ গানি সরকারের নেতারা।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top