দেশত্যাগী এক কোটি আফগান শিশু’র মানবিক বিপর্যয়ের আশংকা ইউনিসেফ-এর

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২১, ০১:০২

আফগান-পাকিস্তান চমন সীমান্তে মানুষের ঢল, যাদের বেশিরভাগই শিশু

দেশ ত্যাগকারী এক কোটি আফগান শিশুর মানবিক সাহায্য দরকার বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সাহায্য সংস্থা ইউনিসেফ। জাতিসংঘ এবং অন্যান্য সাহায্য সংস্থা সতর্ক করে বলেছে, দেশ ত্যাগে মার্কিন সহযোগিতা বন্ধ হয়ে গেলে অনাহার, দুর্ভিক্ষ ও রোগ-বালাইয়ের কবলে পড়তে পারে আফগান শিশুরা।

ইউনিসেফ এর তথ্য অনুসারে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মানবিক সাহায্যের ওপর টিকে থাকা  আফগান শিশুদের জীবন হুমকিতে পড়তে পারে। বিশেষ করে, চলতি বছরে অপুষ্টি বেড়ে যাওয়ার আশংকা ইউনিসেফ-এর।

বিশ্ব খাদ্য সংস্থা’র নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেন, বছরের পর বছর খরা, অর্থনৈতিক দৈন্যতা এবং সংঘাতের কারণে আফগানিস্তানের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ খাদ্য নিরাপত্তায় ভুগছে।

২৭টি প্রকল্পের মাধ্যমে ২০০২ সাল থেকে দেড় কোটি আফগানকে প্রতিবছর ৫.৩ বিলিয়ন ডলার সাহায্য-সহযোগিতা করে আসছে আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে যুক্তরাষ্ট্র, আইএমএফ এবং পশ্চিমা দেশগুলোর সাহায্য বন্ধের কারণে এ বছর আফগানিস্তানে নেমে আসতে পারে মানবিক বিপর্যয়।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top