ইসরাইলি অবরোধের বিরুদ্ধে গাজায় আবারও বিক্ষোভ

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২১, ২০:৫২

কাটা তারের বেড়ার সামনে ফিলিস্তিনীদের বিক্ষোভে টিয়ার গ্যাস ছোঁড়ে ইসরাইলী বাহিনী

অধিকৃত গাজায় উপত্যাকায়, ইসরাইলি অবরোধের বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছে ফিলিস্তিনীরা। বুধবার ইসরাইলী কাঁটা তারের বেড়ার সামনে বিক্ষোভ করতে দেখা যায় শত শত ফিলিস্তিনীদের।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানান হয়, বুধবার গাজার দক্ষিণ দিকে ফিলিস্তিনী বিক্ষোভকারীরা সামনের দিকে এগিয়ে যেতে চাইলে টিয়ার গ্যাস ও গুলি ছুঁড়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, ইসরাইলী হামলায় আহত হয়েছে কমপক্ষে নয় জন।

গাজায় হামাস নিয়ন্ত্রিত আল আকসা টেলিভিশন প্রচারিত ভিডিও চিত্রে দেখা যায়, কাঁটা তারের বেড়ার সামনে বিক্ষোভ করছে ফিলিস্তিনীরা। ইসরাইলী সামরিক গাড়ী আসার পর তারা দৌড়ে পালানোর চেষ্টা করছে। তখন বাতাসে টিয়ার গ্যাস উড়তে দেখা যায়।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top