কাবুলের ব্যংকগুলোতে টাকা তোলার হিড়িক

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২১, ২১:৪০

কাবুলের এক এটিএম বুথ থেকে টাকা তুলতে গ্রাহকদের দীর্ঘ লাইন

এক সপ্তাহ’র বেশি বন্ধ থাকার পর আবারও খুলতে শুরু করেছে কাবুলের ব্যাংকগুলো। আফগান রাজধানীর প্রতিটি ব্যাংকেই গ্রাহকদের ভীড় এবং নগদ তোলার টাকা তোলার হিড়িক দেখা গেছে।

কাবুলের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয় ১৫ আগস্ট বিকেলের দিকে। যখন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি পালিয়ে যান এবং তালেবানরা রাজধানীতে পৌছে যায়।

মূলতঃ লুটপাট ও রক্তপাতের আশংকায় বন্ধ করে দেয়া হয় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো। তবে সে আশংকা কমে যাওয়ায়, খুলতে শুরু করে কাবুলের বিভিন্ন ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান।

এদিকে, তালেবানরা ক্ষমতা নেয়ার পর আফগান কেন্দ্রিয় ব্যাংকের প্রায় ৭ বিলিয়ন ডলার সম মূল্যের সোনা, অর্থ এবং অন্যান্য সম্পদ আটকে দিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। এর পাশাপাশি, আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ ৪৬০ মিলিয়ন ডলারের অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করেছে। আবার, বাংক খোলার পর জনগনও তুলে নিচ্ছে নগদ টাকা। তাই বর্তমান পরিস্থিতিতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে আফগান ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top