মার্কিন কারাগারের বন্দি এখন আফগান প্রতিরক্ষামন্ত্রী
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২১, ২২:৪৩
আফগানিস্তানে নবগঠিত তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন অভিজ্ঞ যুদ্ধ-কমান্ডার মোল্লা আব্দুল কাইয়ুম জাকির। যিনি ছিলেন কিউবার গুয়ান্তানামোতে প্রতিষ্ঠিত মার্কিন কারাগারের বন্দি। অমানবিক নির্যাতনের জন্য সারা পৃথিবীতে কুখ্যাতি অর্জন করেছে এই মর্কিন কারাগার।
আফগানিস্তানের ক্ষমতা নেয়া তালেবানরা তাদের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি প্রস্তাবিত মন্ত্রিসভা গঠন করেছে। তবে এখনও এ মন্ত্রিসভার আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
ইতোমধ্যে রাজধানী কাবুলে তালেবান প্রস্তাবিত মন্ত্রীপরিষদে ঠাই পাওয়াদের ব্যানার ও পোস্টার দেখা যাচ্ছে, যেখানে রয়েছেন মোল্লা আব্দুল কাইয়ুম জাকির-সহ তালেবান নেতারা।
তালেবান কামান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা পার্সটুডে জানায়, আফগান মন্ত্রিসভার বেশিরভাগ পদে নেয়া হচ্ছে কান্দাহার ও হেলমান্দ প্রদেশ থেকে।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: গুয়ান্তাতানামো কারাগার মর্কিন কারাগারের বন্দি তালেবান কমান্ডার আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।