কাবুল বিমানবন্দর পরিচালনায় তুরস্কের সহযোগিতা চায় তালেবান
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২১, ২৩:৩২

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার দায়িত্ব তুরস্ককে দিতে চায় তালেবান। ২৫ আগস্ট বুধবার, এমন খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও পার্সটুডে।
তুরস্কের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে তুরস্কের কাছে প্রযুক্তি সহায়তা চেয়েছে তালেবান। এজন্য তুরস্কের সাথে আলোচনার উদ্যোগও নিয়েছে তারা।
বিমানবন্দর পরিচালনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে তালেবান। কারণ ৩১ আগস্টের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে আফগানিস্তান ছেড়ে যাওয়ার আল্টিমেটাম দিয়েছে তারা। আন্তর্জাতিক বাহিনী চলে গেলে আফগানিস্তানের বিমানবন্দর এবং অন্যান্য স্থাপনা পরিচালনায় প্রযুক্তিগত সহায়তা দরকার হবে। আর সেক্ষেত্রে তুরস্ককে প্রাধান্য দিচ্ছে তালেবান।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।