পাঞ্জসিরে তুমুল লড়াই : দু’পক্ষেরই সফলতা দাবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২

পাঞ্জসির প্রবেশ পথগুলোতে তালেবানদের অস্ত্রসজ্জিত গাড়ির আনাগোনা

তালেবান এবং আহমদ মাসুদ নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে আফগানিস্তানের পাঞ্জসিরে। নিজেদের সফলতা দাবি করে গণমাধ্যমের তথ্য দিয়েছে দু’পক্ষই। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, দিন দিন লড়াই তীব্র হচ্ছে  এবং বড় ধরণের রক্তপাতের আশংকা করা হচ্ছে।

নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, শনিবার নাগাদ পর্বত বেষ্টিত পাঞ্জসির উপত্যাকার বেশিরভাগ রাস্তা ঘিরে ফেলেছে তালেবানরা। তারা রাস্তায় মাইন পুঁতে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার খবর দিয়েছে।

পাঞ্জসিরে এ পর্যন্ত লড়াইয়ে অর্ধ শতাধিক যোদ্ধাকে হত্যা করার দবি করে উভয় পক্ষ।

এদিকে, পাঞ্জসিরে আহমদ মাসুদ নেতৃত্বাধীন ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট -এনআরএফ’ জানিয়েছে, তালেবানরা দারবান্দ পাহাড়ে পৌঁছে গিয়েছিল, তবে তাদেরকে হটিয়ে দেয়া হয়েছে। এনআরএফ নেতা আহমদ মাসুদ জানান, জীবন থাকতে তালেবানের কাছে আত্মসমর্পন করবে না তার বাহিনী।

পাঞ্জসির উপত্যাকার অবস্থান রাজধানী কাবুল থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতা থাকাকালে দুর্গম এই পার্তব্য এলাকা হস্তগত করতে পারেনি তালেবানরা।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top