পেছালো তালেবানের সরকার গঠন প্রক্রিয়া

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ২০:২৯

কাবুল সফরে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান

সরকার গঠনে ঘোষণা দেয়ার কথা থাকলেও, এখন পর্যন্ত তালেবানের পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি। ৩ সেপ্টেম্বর শুক্রবার, জুমা’র নামাজের পর সরকার ঘোষণার কথা থাকলেও, সে অবস্থান থেকে ফিরে আসে তালেবান। এর পেছনে বেশ কয়েক’টি কারণ উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

মূলতঃ আহমদ মাসুদ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে পাঞ্জসির দখলে বেশ বেগ হচ্ছে তালেবানকে। মাত্র ১১ দিনে দ্বিতীয়বারে মত আফগানিস্তান দখলে সফল হলেও পাঞ্জসির উপত্যাকার প্রেক্ষাপট ভিন্ন। কারণ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথমবার ক্ষমতায় থাকাকালে দুর্গম এই পার্তব্য এলাকা ছিল তালেবান নিয়ন্ত্রণের বাইরে।

তালেবানদের নিজেদের মধ্যে মত বিরোধ স্পষ্ট হয়ে ওঠার কথাও জানিয়েছে অনেক গণমাধ্যম। আফগানিস্তানে এই গোষ্ঠির প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের দুই পুত্রের যে কোন একজন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার কথা থাকলেও তা অসম্ভব হয়ে উঠেছে। প্রেসিডেন্ট হিসেবে প্রস্তাবিত সরকারে মোল্লা আব্দুল গনি বারাদার-এর নাম শোনা যাচ্ছে। এরই মধ্যে শনিবার কাবুল সফরে গেছেন পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা -আইএসআই’র প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ। আইএসআই প্রধানের আফগানিস্তান সফর, দেশটির সরকার গঠনে পাকিস্তানের প্রচ্ছন্ন প্রভাব বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top