আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান তালেবানের: পাঞ্জসিরে বড় রক্তপাতের আশংকা
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭
আফগানিস্তানের পাঞ্জসির প্রদেশে তালেবান ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে চলমান লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গেল কয়েকদিন ধরে চলমান যুদ্ধে দু’পক্ষই নিজেদের সফলতা দাবি করে রোববার। ইরানের পার্সটুডে জানায়, লড়াইয়ের পাশাপাশি আলাচনার প্রস্তাব দেন পাঞ্জসির প্রতিরোধ ফ্রন্টের নেতা আহমদ মাসুদ। তবে সেই প্রস্তাব নাকচ করে দেয় তালেবান।
তালেবানের রাজনৈতিক মুখপাত্র মোহম্মদ নাঈম বলেন, ‘এখন আর আলেচনার সুযোগ নেই’। ’সামরিক অভিযান ও শক্তি প্রয়োগের মাধ্যমে পাঞ্জসির উপত্যকা দখলে, তালেবানের আগের ঘোষণায় অটল থাকেন তিনি।
রোববার বিকেলের দিকে পাঞ্জসিরের বেশিরভাগ এলাকা দখলের দাবি করে তালেবান। গেল পাঁচদিন ধরে পাঞ্জসির উপত্যাকা দখল নিয়ে লড়াই চলছে তালেবান ও আহমদ মাসুদ নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্টের মধ্যে।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান তালেবানের তালেবানের রাজনৈতিক মুখপাত্র মোহম্মদ নাঈম পাঞ্জসির প্রতিরোধ ফ্রন্টের নেতা আহমদ মাসুদ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।