সৌদির বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা হুতি’র
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫
সৌদি আরবের জাজান, নাজরান ও জেদ্দা অঞ্চলে অবস্থিত সামরিক ঘাটি এবং তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বাহিনী। বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বরাত দিয়ে ইরানের পার্সটুডে জানায়, সাম্প্রতিক হামলায় ব্যবহার করা হয়েছে ১৬টি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র।
ইয়াহিয়া সারিয়ি বলেন, ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে। ‘অপারেশন ব্যালান্স ডিটারেন্স’ নামে হামলার লক্ষ্যবস্তু ছিল সৌদি আরবের জেদ্দা, জাজান ও জেদ্দা অঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক ঘাটি।
এর আগে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, নাজরান ও জাজান প্রদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে নিক্ষিপ্ত ক্ষেপনাস্ত্রের গতিরোধ করা সম্ভব হয়েছে।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: সৌদির সামরিক ঘাটি ও তেল স্থাপনায় হামলা ইয়েমেনের হুতি বাহিনী হুতি মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।