তালেবানের পাঞ্জসির দখল !
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫
দীর্ঘ পাঁচ দিনের তুমুল লড়াইয়ের পর পাঞ্জসির উপত্যকার পুরোটাই দখলের দাবি করেছে তালেবান। পাঞ্জসির প্রদেশ দখলের মাধ্যমে তালেবানের কব্জায় এলো আফগানিস্তার সবক’টি প্রদেশ। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহজ মুজাহিদের বরাত দিয়ে এ খবর দেয় কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পুরোপুরি যুদ্ধ থেকে বেরিয়ে এসেছে আমাদের দেশ।
সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাঞ্জসির প্রাদেশিক গভর্ণর কম্পাউন্ড গেটের সামনে দাড়িয়ে আছে তালেবান যোদ্ধারা।
এদিকে, লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাঞ্জসির জাতীয় প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধারা। তারা জানায়, বর্তমান অবস্থায় কৌশলগত অবস্থান নেয়া হয়েছে। তবে তালেবান ও তাদের সহযোগিদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।