জেল থেকে বেরিয়েই দেশ ছাড়লেন গাদ্দাফি পুত্র ’সাদি’

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ২০:২৭

লিবিয় নেতা প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাদি গাদ্দাফি

কারামুক্তির পরই দেশ ছেড়ে চলে গেলেন লিবিয় প্রায়াত নেতা মুয়াম্মার গাদ্দাফি পুত্র সাদি গাদ্দাফি। দীর্ঘ সাত বছর কারাভোগের সম্প্রতি মুক্তি পান তিনি। মুক্তি পাওয়ার পরই ‍সাদি গাদ্দাফি চলে যান তুরস্কের ইস্তাম্বুল। রয়টার্স-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে বলে জানায় কাতারের নিউজ চ্যানেল আলজাজিরা।

৪৭ বছর বয়সী সাদি গাদ্দাফি ছিলেন একজন পেশাদার ফুটবলার। ২০১১ সালে কথিত আরব বসন্তে পশ্চিমা সমর্থিত বাহিনীর হাতে নিহত হন সাদি গাদ্দাফির পিতা মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফি নিহত হওয়ার পর নাইজারে পালিয়ে যান সাদি গাদ্দাফি। ২০১৪ সালে লিবিয়ার পরিবর্তিত সরকারের কাছে হস্তান্তর করে নাইজার। সাদি গাদ্দাফির বিরুদ্ধে ২০০৫ সালে লিবিয়ার সাবেক ফুটবল কোচ বাশির আল রায়ানি হত্যায় অভিযোগ আনা হয়। ২০১৮ সালে প্রমানিত হয় এ অভিযোগ।

রাষ্ট্রের প্রধান আইনকর্মকর্তার সন্তুষ্টি অর্জন করায় মুক্তি পান গাদ্দাফি পুত্র সাদি গাদ্দাফি।


এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top