চীনের হাত ধরে এগিয়ে যেতে চায় তালেবান

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:০০

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ

বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সহযোগিতা নিয়েই আফগানিস্তানে শাসন কাজ চালাতে চায় তালেবান। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ইরানের বার্তা সংস্থা পার্সটুডে জানায়, ৬ সেপ্টেম্বর সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে, আফগানিস্তানে সরকার গঠন, প্রতিবেশি দেশগুলোর সাথে সম্পর্ক এবং বিশ্বের দরবারে তালেবানের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি।

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী চলে যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের সাথে আফগানিস্তানের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেন তালেবান মুখপাত্র। তিনি বলেন, গোটা বিশ্বের সাথে সম্পর্ক থাকলেও চীনের সাথে বিশেষ ভালো সম্পর্ক চায় তালেবান। কারণ হিসেবে জাবিউল্লাহ মুজাহিদ জানান, অর্থনৈতিক দিক থেকে চীন একটি বড় শক্তি,যারা আফগানিস্তান পুনর্গঠন এবং উন্নয়নে সহযোগিতা করতে পারবে।

প্রতিবেশি পাকিস্তানের সেনা গোয়োন্দা সংস্থা প্রধানের কাবুল সফর নিয়ে জাবিউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের জানান, পাকিস্তানকে আশ্বাস দেয়া হয়েছে যে, তাদের ভূমি ব্যবহার করে অন্য কোন দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ দেবে না তালেবান।

 আরেক প্রশ্নের জবাবে শিগগিরই প্রাথমিকভাবে একটি কেয়ারটেকার সরকার গঠনের কথা জানান তালেবান মুখপাত্র।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top