মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের আহবান

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৭

মিয়ানমারে জাতীয় ঐক্য সরকারের সমর্থনে ২০২১ সালে জুলাই মাসে ইয়াঙ্গুনের রাস্তায় বিক্ষোভ

সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ এবং প্রতিরোধ যুদ্ধের আহবান জানিয়েছে মিয়ানমারের ছায়া সরকার। সব দল নিয়ে গঠিত ‘জাতীয় ঐক্য সরকার’ প্রধান ’দুয়া লাসি লা’ মঙ্গলবার এ আহবান জানান।

নিজের ফেসবুক একাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি মিয়ানমার জনগনের প্রতি সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহের আহবান জানান। ’দুয়া লাসি লা‘ তার ভিডিও বার্তায় বলেন, ’জনগনের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব বিবেচনা করে সামরিক জান্তার বিরুদ্ধে গণ প্রতিরোধ যুদ্ধ শুরু করলো জাতীয় ঐক্য সরকার’।

তিনি আর বলেন, ’মিং অং লাং’ নেত্বাধীন সামরিক জান্তা শাসনের বিরুদ্ধে এটা মিয়ানমারের সব নাগরিকের গণবিপ্লব’।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি, নির্বাচিত অং সান সুকি’র নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকে সেনা প্রধান মিং অং লাং এর নেতৃত্বে এক নায়কতন্ত্র চলছে মিয়ানমারে। মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর বহু প্রতিবাদীকে খুন করে অথবা রাতের আঁধারে ধরে নিয়ে যায়, যারা আর ফিরে আসেনি।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top