আফগান কেয়ারটেকার সরকার প্রধান মোল্লা হাসান আখুন্দ

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৯

আফগানিস্তানে তালেবান  অন্তর্বর্তী সরকার প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ

অবশেষে কেয়ারটেকার সরকার ঘোষণা করল তালেবান। আফগানিস্তানে অনেক জল্পনার অবসান ঘটিয়ে কেয়ারটেকার বা অন্তর্বর্তী সরকার প্রধান হলেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। কাবুল দখলের তৃতীয় সপ্তাহ পর সরকার গঠনের ঘোষণা দিলো তারা।

মঙ্গলবার ৭ই সেপ্টেম্বর বিকালে, কাবুলে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। অন্তর্বর্তী বা কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ-সহ ১১ জনের নাম ঘোষণা করেন তিনি।

কাবুলে সংবাদ সম্মেলনে কেয়ারটেকার সরকার ঘোষণা করছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ : ছবি- আল জাজিরা

তালেবান নিয়ন্ত্রিত নবগঠিত আফগান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ ছিলেন মোল্লা মোহাম্মাদ ওমর এর ঘনিষ্ট সহচর। উপ-প্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা আব্দুল গনি বারাদার। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর এর ছেলেকে দায়িত্ব দেয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। পাশাপাশি উপ-গোয়েন্দা প্রধান হয়েছেন মওলায়ে তাজমির জাওয়াদ। সিরাজউদ্দিন হক্কানীকে স্বরাষ্ট্রমন্ত্রী, মওলায়ে আমির খান মৌতাকিকে পররাষ্ট্রমন্ত্রী, মোল্লা হোদায়েতুল্লাহ বদরিকে অর্থমন্ত্রী এবং খলিলুর রহমান হক্কানীকে উদ্বাস্তুমন্ত্রীর দয়িত্ব দেয়া হয়েছে।

তবে, তালেবানের এ সরকারে কোন মহিলাকে স্থান দেয়া হয়নি।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top