তালেবান সরকারের শপথ ১১ সেপ্টেম্বর : চীন-সহ প্রভাবশালী দেশেগুলোকে আমন্ত্রণ
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১, ২১:০০
আফগানিস্তানে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ১১ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে তারা। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক এবং ইরানের বার্তা সংস্থা পার্সটুডে এমন খবর দিয়েছে।
বার্তা সংস্থাগুলো জানায়, শপথ অনুষ্ঠানে অংশ নিতে এ পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরান, তুরস্ক ও কাতারকে।
তালেবান সিনিয়র সদস্য জানান, আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার সরকার শপথের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।
এদিকে, ১১ সেপ্টেম্বর-কে শপথের তারিখ নির্ধারণ করায়, সন্দেহের দৃষ্টিতে দেখছে পশ্চিমা দেশগুলো। ২০০১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে হামলা চালায় ওসামা বিন লাদেন নেতৃত্বাধীন আল কায়েদা। এই ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয় আফগানিস্তানের ক্ষমতায় থাকা তখনকার তালেবান। এর রেশ ধরে ২০০১ সালের ৭ অক্টোবর, আফগানিস্তানে হামলা চালিয়ে উৎখাত করে তালেবান সরকারকে এবং বসানো হয় পশ্চিমা মদদপুষ্ট পুতুল সরকার। গেল ২০ বছর ধরে পশ্চিমা মদদপুষ্ট সরকার আফগানিস্তান পরিচালনা করে। তবে, দেশটি থেকে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করায়, উৎখাত হয়ে যায় পশ্চিমা মদদপুষ্ট সরকার।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।